যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প ২শতাধিক খাদ্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প ২শতাধিক খাদ্যপণ্যের ওপর শুল্ক প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ এবং ব্যবসায়ী মহলের সমালোচনা ও ক্ষোভের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন দেশজুড়ে কফি, গরুর মাংস, কলা, কমলার রসসহ ২শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন এবং তা কার্যকর করা হয়েছে।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প সরকারি বিমান এয়ারফোর্স ১-এর ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, “কিছু খাদ্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল। বর্ধিত দাম কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি সংক্রান্ত জনসাধারণের আশঙ্কা সত্য নয়। যুক্তরাষ্ট্রে কোনো মূল্যস্ফীতি নেই।”

প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় আড়াই মাস পর, ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছিল। ট্রাম্প এটি ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ নিশ্চিতকরণে একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছিলেন।

শুল্ক আরোপের ফলে মার্কিন বাজারে বিদেশি পণ্যের সরবরাহ কমে যায়, যার কারণে খাদ্য ও কৃষিজ পণ্যের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি বাজারে এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পণ্য আসত, যা শুল্ক বৃদ্ধির কারণে সরবরাহ ব্যাহত হয়।

কনজ্যুমার প্রাইস ইনডেক্স অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে গরুর মাংসের দাম বেড়েছে ১৩ শতাংশ, স্টেকের দাম বেড়েছে ১৭ শতাংশ, কলার দাম বেড়েছে ৭ শতাংশ, টমেটোর দাম বেড়েছে ১ শতাংশ এবং সামগ্রিকভাবে সব খাদ্যপণ্যের দাম বেড়েছে ২.৭ শতাংশ।

যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্য ব্যবসায়ীদের জাতীয় সংস্থা ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানান, শুল্ক প্রত্যাহারের পদক্ষেপের ফলে সাধারণ ভোক্তা, আমদানিকারক, উদ্যোক্তা এবং খাদ্য সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত সবাই উপকৃত হবেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা শুধু কিছুটা স্থগিত করেছি। কফির দাম সাময়িকভাবে বেড়ে গিয়েছিল, খুব শিগগিরই তা স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।”

আন্তর্জাতিক