ক্ষমতায় এলে সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল

ক্ষমতায় এলে সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল

জাতীয় ডেস্ক

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনে বক্তব্যকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, সমাবেশটি শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে এবং উপস্থিতরা শৃঙ্খলাবদ্ধভাবে বক্তব্য উপস্থাপন করছেন, যা তাকে মুগ্ধ করেছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন, যা এখনও বহাল আছে। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল, যা পরে তুলে দেওয়া হয়েছে। ক্ষমতায় এলে আমরা এটি পুনর্বহাল করব।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অতিথিরা আল্লামা ইকবালের বক্তব্য তুলে ধরেছেন। তিনি কোরআনের বাণী ও হাদিসের আলোকে মুসলমান হিসেবে বাংলাদেশের পরিচয় এবং ইসলামের মৌলিক বিশ্বাসের ওপর গুরুত্বারোপ করেন। সালাহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, নবী মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী এবং মুসলিম হিসেবে কলেমা ‘লা ইলাহা আল্লাহু মুহাম্মদু রাসুলুল্লাহ’তে বিশ্বাস করাই মৌলিক ধর্মীয় পরিচয়।

বক্তৃতার এক পর্যায়ে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের ওপর সংঘটিত হিংসার প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, “প্যালেস্টাইন ও রোহিঙ্গা সম্প্রদায়সহ বিশ্বের মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ হচ্ছে, যা আমাদের দুর্বলতার কারণে ঘটছে।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, যদি জনগণ বিএনপিকে দায়িত্ব দেয়, তবে সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহালসহ ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য সংসদে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি দেশের মুসলিম জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, “যারা রসুলুল্লাহর (সা.) প্রতি বিশ্বাসী নয়, তারা মুসলিম হিসেবে গণ্য হতে পারবে না।”

প্রসঙ্গত, খতমে নবুয়ত মহাসম্মেলনটি মুসলিমদের মধ্যে ধর্মীয় ঐক্যবদ্ধতা এবং কোরআন ও নবীজির শিক্ষার প্রচারের উদ্দেশ্যে আয়োজন করা হয়।

রাজনীতি