বিপিএল ২০২৩-এ খেলবেন না তামিম ইকবাল

বিপিএল ২০২৩-এ খেলবেন না তামিম ইকবাল

 

খেলাধুলা ডেস্ক

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৩-এ অংশ নেবেন না। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তামিম নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে থাকছি না। শাহরিয়ার নাফীসকে (বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার) অনুরোধ করেছি আমার নামটা খেলোয়াড় ড্রাফট থেকে তুলে নিতে।”

২০১২ সালে বিপিএলের সূচনার পর থেকে প্রতিটি আসরেই খেলেছেন তামিম। টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটার হিসেবে পরিচিত তিনি। গত দুই বছর ধরে ফরচুন বরিশালের নেতৃত্বে বিপিএল শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তামিমের নেতৃত্বে দলের ব্যাটিংও ছিল শক্তিশালী। কিন্তু এবার বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খুব একটা বিস্ময়কর নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, তার দীর্ঘ বিরতি, স্বাস্থ্যগত সমস্যা এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাবের কারণে এই সিদ্ধান্ত এসেছে।

তামিমের সরে দাঁড়ানোর পেছনে মূলত তার শারীরিক অবস্থাও অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ২০২২ সালের মার্চে একটি ঘরোয়া ম্যাচ চলাকালীন হৃদ্‌রোগে আক্রান্ত হন তামিম। ওই ঘটনার পর থেকে তিনি পেশাদার ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন এবং পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিয়েছেন। এছাড়া, কিছুদিন আগে তামিম ক্রিকেট প্রশাসনে কাজ করতে আগ্রহ দেখিয়েছিলেন এবং বিসিবি নির্বাচনে প্রার্থী হওয়ারও প্রস্তুতি নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে ‘সরকারি হস্তক্ষেপ’ অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

তামিমের বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তার মাঠে ফিরতে আরও দীর্ঘ সময় নিতে পারে। তবে, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তার সুস্থতা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে যথাযথ মনোযোগ দেয়া হবে বলে জানানো হয়েছে।

খেলাধূলা শীর্ষ সংবাদ