সিরাজগঞ্জে এসএমই উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ শুরু

সিরাজগঞ্জে এসএমই উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ শুরু

প্রেস রিলিজ

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫: সিরাজগঞ্জে সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ব্র্যাক ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় পরিচালিত ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ব্র্যাক ব্যাংক মাসব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ প্রদান করবে। স্থানীয় ক্ষুদ্র, কুটির, অতি ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসার পরিধি বাড়াতে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইইপি)’–এর আওতায় এ সক্ষমতা উন্নয়ন কর্মসূচির উদ্যোগ নেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে দেশের ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (এসএমই/এসএমএসই) খাতের নতুন উদ্যোক্তাদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে।

এই উদ্যোগের অংশ হিসেবে ৬ নভেম্বর ২০২৫ সিরাজগঞ্জের একটি স্থানীয় হোটেলে ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’র দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো. শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আয়ুব আলী এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব স্মল বিজনেস (এনথ) বিপ্লব কুমার বিশ্বাস, হেড অব এসএমই বিজনেস সাপোর্ট মো. মহসিনুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এক মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন এসএমই উদ্যোক্তারা। বিভিন্ন সেশনে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের অভিজ্ঞ প্রশিক্ষকগণ। এই কর্মসূচির মাধ্যমে নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, ব্যবস্থাপনা দক্ষতা ও টেকসই ব্যবসা পরিচালনা বিষয়ে সক্ষমতা বৃদ্ধি পাবে।

অর্থ বাণিজ্য