আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি ভারতের পাঁচ দিনের সফরে

আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি ভারতের পাঁচ দিনের সফরে

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি বুধবার নয়াদিল্লিতে পৌঁছাবেন। এ সফরের মূল উদ্দেশ্য ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করা।

ভারতের সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নুরুদ্দিন আজিজি নয়াদিল্লিতে ভারতের বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেই সঙ্গে তিনি দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (আইআইটিএফ)-এও অংশ নেবেন। আফগানিস্তান এবং ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি এ সফরে দু’দেশের ব্যবসায়িক সহযোগিতা ও বিনিয়োগ ক্ষেত্রে সম্ভাব্য পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা হবে।

আফগান পণ্যের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে ভারত স্বীকৃত। ২০২৩-২৪ অর্থবছরে আফগানিস্তান থেকে ভারত যে পণ্যগুলো আমদানি করেছে, সেগুলোর মধ্যে ডুমুর, হিং, কিশমিশ, আপেল, রসুন, জাফরান, মৌরি, অ্যালমন্ড বাদাম, অ্যাপ্রিকট, পেঁয়াজ, বেদানা এবং কাঠবাদাম উল্লেখযোগ্য। আফগানিস্তান দীর্ঘ সময় ধরে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বাৎসরিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৭০ কোটি ডলার। পাকিস্তান থেকে আফগানিস্তান কৃষিজ, জ্বালানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করত, পাশাপাশি আফগানিস্তান থেকেও পাকিস্তান বিভিন্ন ফল, শাকসবজি, মসলা ও খাদ্যপণ্য আমদানি করত।

পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রতি রাজনৈতিক ও নিরাপত্তা সমস্যার কারণে জটিল হয়েছে। পাকিস্তানের সরকার কর্তৃক নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দলকে আফগানিস্তানে আশ্রয় দেওয়ার অভিযোগ ইসলামাবাদ চার বছর ধরে করে আসছে, তবে কাবুল সবসময় এই অভিযোগ অস্বীকার করেছে। সীমান্তে সংঘাতের কারণে ৯-১৫ অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তান কাতার এবং তুরস্কে শান্তি সংলাপে বসলেও কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়নি।

সীমান্তে সংঘাতের পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সমস্ত বাণিজ্য স্থগিত রেখেছে এবং স্থলবন্দর ও বাণিজ্যিক রুটও বন্ধ রয়েছে। এ কারণে আফগানিস্তানের রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানি পণ্য ও বাণিজ্য রুটের ওপর নির্ভরতা কমানোর জন্য ব্যবসায়ীদের তিন মাস সময় নির্ধারণ করেছে। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার এ তথ্য ১২ নভেম্বর সংবাদ সম্মেলনে জানান।

নুরুদ্দিন আজিজির ভারত সফর এ সংকটময় পরিস্থিতিতে আফগানিস্তানের ব্যবসায়িক এবং কূটনৈতিক প্রচেষ্টাকে তুলে ধরে। তার সফর ভারত এবং আফগানিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে পাকিস্তান নির্ভরতা কমানোর পরিপ্রেক্ষিতে। উল্লেখ্য, তার আগের মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের সফর করেছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও অঞ্চলের নিরাপত্তা পরিবেশে প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক