খেলাধুলা ডেস্ক
ঢাকা: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-২৬ মৌসুমে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতারকে দেখা যাবে। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করেছে।
সর্বশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর ছিলেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমল। নতুন মৌসুমে দলের মেন্টর হিসেবে আনা হচ্ছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতারকে। ক্রিকেট জীবনের পর শোয়েব মিডিয়ায় পরিচিতি অর্জন করেছেন এবং খেলাধুলার বিশ্লেষণে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এছাড়া নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক বিশ্লেষণ প্রকাশ করে থাকেন তিনি।
ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই নিলামের আগে দলীয় কাঠামো প্রস্তুত করতে শুরু করেছে। তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের মতো তারকা ক্রিকেটাররা দলে যুক্ত হয়েছেন। গত আসরে ঢাকা ক্যাপিটালস প্রথমবারের মতো বিপিএলে অংশগ্রহণ করেছিল। যদিও মাঠে তাদের পারফরম্যান্স ছিল সীমিত, তবু দলের জনপ্রিয়তা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছিল, বিশেষ করে গ্যালারিতে শাকিব আল হাসানের উপস্থিতি দর্শক আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
বিপিএলের চলতি ১২তম আসর পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজন করা হবে। টুর্নামেন্টের সূচনা হতে পারে ১৯ ডিসেম্বর ২০২৫ এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি ২০২৬। নিলাম অনুষ্ঠিত হবে চলতি মাসের ৩০ তারিখ। নতুন মেন্টর ও তারকা ক্রিকেটারদের যুক্ত হওয়ার ফলে ঢাকা ক্যাপিটালসের পারফরম্যান্স ও কৌশলগত পরিকল্পনায় উল্লেখযোগ্য পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে।


