প্রবাসীদের জন্য মোবাইল ফোন রেজিস্ট্রেশন নিয়ম নতুন করে নির্ধারণ

প্রবাসীদের জন্য মোবাইল ফোন রেজিস্ট্রেশন নিয়ম নতুন করে নির্ধারণ

 

প্রযুক্তি ডেস্ক

প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। এই নতুন নিয়ম সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার সভায় নির্ধারণ করা হয়েছে।

গত সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় মোবাইল ফোনের বৈধ আমদানি শুল্ক কমানোর বিষয়ও আলোচনা করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা সর্বোচ্চ তিনটি মোবাইল ফোন আনতে পারবেন। অর্থাৎ নিজ ব্যবহারের হ্যান্ডসেটের সঙ্গে অতিরিক্ত দুটি ফোন আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স প্রযোজ্য হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ট্যাক্সবিহীন আনতে পারবেন। এই ক্ষেত্রে মোবাইল ক্রয়ের বৈধ কাগজ সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যা চোরাচালান প্রতিরোধে সহায়ক হবে।

স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্তও সভায় নেওয়া হয়েছে। বর্তমানে বৈধভাবে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। শুল্ক কমানোর ফলে বৈধভাবে আমদানি করা মোবাইলের দাম কমবে এবং অভ্যন্তরীণ উৎপাদন খাতের প্রতিযোগিতামূলক পরিবেশ উন্নত হবে। দেশের ১৩-১৪টি মোবাইল উৎপাদনকারী ফ্যাক্টরিতে উৎপাদিত ফোনের শুল্ক ও ভ্যাটও সমন্বয় করে হ্রাস করার প্রয়োজনীয়তা রয়েছে, যাতে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হয়। এই বিষয়ে বিটিআরসি ও এনবিআর যৌথভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার আলোচনার মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু করেছে।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী ও সাধারণ ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এতে অনলাইন স্ক্যামিং, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারকারীর নামে সিম ব্যবহারের ঝুঁকি কমবে।

সভায় বিদেশ থেকে পুরোনো মোবাইল ফোনের অবৈধ ডাম্পিং বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আসা বিমান ও স্থলবন্দরগুলোতে এসব ফোন শনাক্ত করে কাস্টমস অভিযান পরিচালনা করা হবে। চোরাচালান প্রতিরোধ ও ইলেকট্রনিক বর্জ্য নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া, প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫ মোবাইল সিমের ইলেকট্রনিক নো ইউর কাস্টমার (ইকেওয়াইসি) এবং আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) রেজিস্ট্রেশন সংক্রান্ত ডেটা সুরক্ষার নিশ্চয়তা প্রদান করেছে। নতুন ধারা অনুসারে রেজিস্ট্রেশন সংক্রান্ত উপাত্ত লঙ্ঘনকারীরা অপরাধের আওতায় আনা হবে। এই ব্যবস্থার মাধ্যমে জনসাধারণকে অযথা ভয় বিস্তারের গুজবে বিভ্রান্ত হওয়া থেকে রক্ষা করা হবে।

তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ