পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের এক কর্মকর্তার স্ত্রী নিশি বেগমকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। মডেল পিয়া জান্নাতুলও ঘটনাটি নিয়ে তীব্র নিন্দা জানিয়ে তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) নিজের ফেসবুকে পিয়া লেখেন, ‘সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তাই করা যায়—এই ভাবটা যে ভুল, আজকের গ্রেপ্তারটাই তার পরিষ্কার প্রমাণ। আটটা নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া—এটা শুধু নিষ্ঠুর না, এটা মানুষ হিসেবে আমাদের লজ্জা।’
এরপর লেখেন, ‘যারা মনে করেন প্রাণীরা কথা বলতে পারে না, তাই তাদের ওপর যা ইচ্ছে করা চলে, এখন থেকেই সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আর আগের মতো চুপ করে থাকবে না। শাস্তি আরও কড়া হবে, আরও কঠিন হবে।’
সবশেষে পিয়া বলেন, ‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন যে, তাদেরও জীবন আছে, ব্যথা আছে। অবলা প্রাণীদের ওপর শক্তি দেখানোর দিন শেষ, এখন জবাবদিহির সময়।’
সোমবার (১ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে কুকুরছানা হত্যার এই ঘটনা ঘটে। পরে জানা যায়, কুকুর ছানাগুলোকে পানিতে ডুবিয়ে মেরেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের বাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম। সেই অভিযোগের প্রেক্ষিতে আজ নিশিকে গ্রেফতার করে পুলিশ।


