আইন শৃংখলা কমিটির মাসিক সভা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর বাসষ্ট্যান্ড সংলগ্ন ভাসমান বস্তিতে বসবাস করে ৮টি পরিবার। পলিথিন দিয়ে ছাপড়া ঘর করে জীবন কাটছে মুন্সিগঞ্জ বিক্রমপুর গোয়ালিমান্দা গ্রামের ৮টি পরিবারের সদস্যর। তাদের জীবন যাত্রার খবর নিতে গেলে সর্দারনী সাজোদা বেগম (৬০) জানান শিংগা লাগাই তাবিছ বেইছা পেট চালাই। এসময় তিনি আরো বলেন, কট মাছের র্কাটা, ব্যাথার তেল ইত্যাদি বিক্রি করে ২০০/৩০০ টাকা রোজগার করেন। এতে কোন রকমে খেয়ে না খেয়ে জীবন কাটে। দেশের বাড়িতে কারো একটু ভিটেবাড়ি আছে, কারো নেই। তিনি বলেন আমাগো ঔষধে কারো কাম অয়, কারো অয় না। ভাসমান ৮ টি পরিবারে ১০/১২ জন শিশু রয়েছে। অর্থনৈতিক এই ধৈনদশার কারণে কোমলমতি শিশুদের লেখাপড়া ব্যবহৃত হচ্ছে। ভাসমান এ ধরনের বস্তিকে আমরা কেই কেউ বেদে বস্থি বলি আবার কেউ কেউ ফেরী বস্তি বলি। তাদেরকে অবহেলার চোখে না দেখে, পূর্ন ভাসনেরর জন্য সরকার কিংবা লিল্পপতিরা এগিয়ে আসলে তাদের মত অনেক পরিবার পূর্নভাসিত হবে, বেচে থাকবে অন্য দশটি পরিবারে মত। ভাসমান বস্তিকে সহযোগিতা করারমত উপজেলা প্রাশসনের কোন ভূমিকা রয়েছে কিনা জানতে চাইলে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শীলু রায় জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগীতা করা যায় আমার পক্ষ থেকে তা অব্যাহত থাকবে।

সারাদেশ