পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী ও পল্লীবাসীর ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের কাজ সহজ হবে।
তিনি আজ কক্সবাজার সার্কিট হাউজে তাঁর মন্ত্রণালয়ের আওতাধীন জেলার বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রকল্প কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ইলিয়াস, এমপি ও খোরশেদ আরা হক, এমপি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, পরিবেশ ও ভৌত অবকাঠামো খাতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের কর্মসূচি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রামভিত্তিক গঠিত সমবায় সমিতি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ক্ষুদ্র সঞ্চয়ে উদ্বুদ্ধ করছে। এতে করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক তাদের সঞ্চয় ও প্রকল্প অনুদানের অর্থ দিয়ে দেশকে এগিয়ে নিতে সহায়তা করছে। তিনি কক্সবাজার জেলায় তাঁর মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো সফলভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। এতে করে জনকল্যাণ নিশ্চিত হবে।
পরে প্রতিমন্ত্রী বান্দরবান জেলা সার্কিট হাউজে তাঁর মন্ত্রণালয়ের আওতাধীন জেলার বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রকল্প কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।