বিএসসি’র ইতিহাসে সর্বোচ্চ নিট মুনাফা, শেয়ারহোল্ডারদের ২৫% লভ্যাংশ সুপারিশ

বিএসসি’র ইতিহাসে সর্বোচ্চ নিট মুনাফা, শেয়ারহোল্ডারদের ২৫% লভ্যাংশ সুপারিশ

শেয়ারবাজার প্রতিনিধি
প্রতিষ্ঠার ৫৪ বছরে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) প্রথমবারের মতো সর্বোচ্চ নিট মুনাফা অর্জন করেছে। ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৫৭ কোটি টাকা বেশি। এই সাফল্যের প্রেক্ষিতে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

গত সোমবার চট্টগ্রামের বোট ক্লাবে অনুষ্ঠিত বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসসি পরিচালনা পর্ষদের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, শেয়ারহোল্ডার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ড. এম সাখাওয়াত হোসেন জানান, গত দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রামে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করেছে। বে-টার্মিনালে বিশ্বব্যাংকের ৬৮০ মিলিয়ন টাকা বিনিয়োগ হচ্ছে। পাশাপাশি বিদেশি কোম্পানি মার্কস লাইন প্রায় ৫০০ মিলিয়ন টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ করবে। এছাড়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাহাজ কোম্পানি এমএসসি শিপিংকে পানগাঁও টার্মিনাল দেওয়া হয়েছে, যা আগে প্রায় ২২ কোটি টাকা লোকসান করত। নতুন বিনিয়োগ ও টার্মিনাল চালু হলে নৌপথে পণ্য পরিবহন বাড়বে এবং চট্টগ্রামে কর্মসংস্থান সৃষ্টি হবে।

বার্ষিক সাধারণ সভায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, চলতি অর্থবছরে পরিচালন আয় ছিল ৫৯০ কোটি ৯৮ লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে ২০৭ কোটি ৩০ লাখ টাকা। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৭৯৮ কোটি ২৮ লাখ টাকায়। পরিচালন ব্যয় হয়েছে ২৮৯ কোটি ৯২ লাখ টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয়েছে ১২৬ কোটি ৪৫ লাখ টাকা, মোট ব্যয় ৪১৬ কোটি ২৭ লাখ টাকা। কর সমন্বয়ের পর নিট মুনাফা দাঁড়িয়েছে ৩০৬ কোটি ৫৬ লাখ টাকা।

গত অর্থবছরে বিএসসির নিট মুনাফা ছিল ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে নিট আয় বেড়েছে প্রায় ৫৭ কোটি টাকা। নিরীক্ষিত হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের শেষে বিএসসির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮২ কোটি ৯২ লাখ টাকা, বিপরীতে মোট দায় ছিল ১ হাজার ৯৮৩ কোটি ৭৭ লাখ টাকা।

সভায় আরও জানানো হয়, বিএসসির শোর এস্টাবলিশমেন্টে অনুমোদিত অফিস জনবল ১ হাজার ৫২১ জন হলেও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত মাত্র ২২৫ জন অফিসে কর্মরত ছিলেন। জাহাজে কর্মরত কর্মকর্তা ও নাবিক মিলিয়ে জনবল ছিল ১৪৭ জন। কমডোর মাহমুদুল মালেক জানান, চীন সরকারের ঋণ সহায়তায় ৬টি নতুন জাহাজ কেনা হয়েছে, যার মধ্যে ৫টি বাণিজ্যিকভাবে চালু। এছাড়া সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয়ের প্রকল্প অনুমোদন পেয়েছে।

বিএসসির এই অভূতপূর্ব আর্থিক সাফল্য দেশের নৌপরিবহন খাতের শক্তিশালী অবস্থান এবং শেয়ারহোল্ডারদের জন্য আয়ের বৃদ্ধির নিশ্চয়তা প্রদান করছে।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ