খেলাধুলা ডেস্ক
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক আসরের জন্য ঘোষিত দলে একাধিক চমক রয়েছে। নিয়মিত অধিনায়ক আয়ুষ মাহাত্রে ও সহ-অধিনায়ক বিহান মালহোত্র চোটে থাকলেও তাদের বিশ্বকাপ দলে রাখা হয়েছে। এ ছাড়া বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফরে ভিন্ন নেতৃত্বের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, যেখানে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে আলোচিত তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর হাতে।
শনিবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে যুব বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করে বিসিসিআই। একই ঘোষণায় জানানো হয়, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যে সিরিজ খেলবে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল, সেখানে বৈভব সূর্যবংশী দলকে নেতৃত্ব দেবেন। নিয়মিত অধিনায়ক আয়ুষ মাহাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মালহোত্র চোটে আক্রান্ত হওয়ায় আপাতত তারা দক্ষিণ আফ্রিকা সফরে অংশ নিতে পারছেন না।
বিসিসিআই জানিয়েছে, আয়ুষ মাহাত্রে ও বিহান মালহোত্র বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। চিকিৎসা ও ফিটনেস কার্যক্রম শেষ করে তারা বিশ্বকাপ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজে নেতৃত্ব দিলেও মূল বিশ্বকাপে আবারও দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আয়ুষ মাহাত্রেই।
নেতৃত্বে এই ভিন্ন পরিকল্পনার মাধ্যমে বিসিসিআই মূলত স্কোয়াডের গভীরতা ও বিকল্প নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈভব সূর্যবংশী ইতোমধ্যেই ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। দক্ষিণ আফ্রিকা সফরে তার নেতৃত্ব ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। আফ্রিকার দুই দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেবে বিশ্বের সেরা যুব দলগুলো। শক্তিশালী স্কোয়াড গঠন করে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত।
ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য রাখার চেষ্টা করেছে নির্বাচকরা। উইকেটকিপিং বিভাগে রাখা হয়েছে অভিজ্ঞান কুন্ডু ও হরবংশ সিংহকে। অলরাউন্ড সামর্থ্য ও পেস আক্রমণে বৈচিত্র্য আনতে দলে জায়গা পেয়েছেন মোহামেদ এনান, দীপেশ দেবেন্দ্রন ও কিশান কুমার সিংহের মতো ক্রিকেটাররা। স্পিন বিভাগে ভরসা করা হয়েছে কণিষ্ক চৌহান ও উদ্ধব মোহনের ওপর।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারত দল হলো— আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মোহামেদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান কুমার সিংহ ও উদ্ধব মোহন।
এদিকে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত স্কোয়াডে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অ্যারন জর্জ। এই সফরের দলটিতে রয়েছেন— বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান সিংহ, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল ও রাহুল কুমার।
বিশ্বকাপ ও প্রস্তুতি সিরিজ— দুই ক্ষেত্রেই ভিন্ন নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে ভারতের যুব ক্রিকেট যে ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়তে চাইছে, তা স্পষ্ট করে দিয়েছে এই দল ঘোষণা।


