জ্যেষ্ঠ প্রতিবেদক
দক্ষিণী সুপারস্টার মোহনলালের মা শান্তাকুমারী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কোচির এলামাক্কারায় অভিনেতার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন তিনি।
শান্তাকুমারী কেরালা সরকারের আইন সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে। মোহনলালের দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতারা এলামাক্কারার বাড়িতে উপস্থিত হয়ে তাকে শেষ বিদায় জানান।
শান্তাকুমারীর শেষকৃত্য আগামী বুধবার (৩১ ডিসেম্বর) তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি পাঠানামথিট্টার এলান্থুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন তিরুবনন্তপুরমের মুদাভানমুগল এলাকায় ‘হিল ভিউ’ নামের বাড়িতে বসবাস করেছেন।
অভিনেতা মোহনলালের পরিবার এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সদস্যরা শোকের এই মুহূর্তে সামাজিক ও পারিবারিক সহমর্মিতা প্রকাশ করছেন। শান্তাকুমারীর মৃত্যু দক্ষিণী চলচ্চিত্র জগতের অনেকেই শোকপ্রকাশ করেছেন এবং তার প্রতি সম্মান জানাতে সামাজিক মাধ্যমে বার্তা প্রকাশ করেছেন।
শান্তাকুমারীর জীবন ও কর্ম কেরালা প্রশাসন ও সমাজের প্রতি তার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে পরিবার, বন্ধু ও সহকর্মীরা শোকাহত হলেও তার স্মৃতি ও নৈতিকতা তাঁদের মধ্যে চিরকাল জীবিত থাকবে।


