প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল আজ জাপানে বাংলাদেশ দূতাবাস আয়োজিত “ঊপড়হড়সু ধহফ ঐঁসধহ জবংড়ঁৎপবং উবাবষড়ঢ়সবহঃ ড়ভ ইধহমষধফবংয” শীর্ষক সেমিনারে অংশগ্রণ করেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জাপানে বিভিন্ন সেক্টরে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা ও সুযোগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শ্রমিক/টেকনিক্যাল ইন্টার্ন দ্বারা জাপানের কর্মীর চাহিদা পূরণ করা সম্ভব। এর মাধ্যমে উভয় দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা সম্ভব হবে।
ঔধঢ়ধহ ঊীঃবৎহধষ ঞৎধফব ঙৎমধহরুধঃরড়হ (ঔবঃৎড়), ঞড়শুড় ঈযধসনবৎ ড়ভ ঈড়সসবৎপব ্ ওহফঁংঃৎু সহ ৮টি সাপোর্টিং অর্গানাইজেশন এবং ওহঃবৎহধঃরড়হধষ গধহঢ়ড়বিৎ উবাবষড়ঢ়সবহঃ ঙৎমধহরুধঃরড়হ (ওগ ঔধঢ়ধহ) উক্ত সেমিনারের আয়োজন, কারিগরি ও অন্যান্য সহযোগিতা প্রদান করেন। সেমিনারে ৩৫০টির অধিক জাপানি নিয়োগকর্তা এবং সংগঠনের প্রেসিডেন্ট ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেমিনারে বাংলাদেশের পক্ষে ”ইধহমষধফবংয’ং খধঃবংঃ ঊপড়হড়সরপ ঝরঃঁধঃরড়হ : ঐঁসধহ জবংড়ঁৎপব টঃরষরুধঃরড়হ ধহফ ঋৎরবহফংযরঢ় জবষধঃরড়হংযরঢ় রিঃয ঔধঢ়ধহ” বিষয়ক কী-নোট বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা।
সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।