বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্রাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্রাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত

শিক্ষা ডেস্ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল পুনরায় স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে দেশের সকল সংগঠনের নির্বাচন আয়োজন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। এই নির্দেশনা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আইনগত বাধ্যবাধকতা, প্রশাসনিক শৃঙ্খলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের জন্য এটি মেনে চলা বাধ্যতামূলক।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবং প্রাসঙ্গিক কর্তৃপক্ষের দিকনির্দেশনার আলোকে নির্বাচন কমিশন নতুন তফসিল প্রণয়ণ করবে এবং নির্বাচনি কার্যক্রম পুনরায় আরম্ভ করা হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে জানানো হবে।

এ বিষয়ে ব্রাকসুর নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আমির শরিফ বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার নেবে কে, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বর্তমান পরিস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা ফোনে সংযুক্ত হওয়া সম্ভব হয়নি।

ব্রাকসু নির্বাচনের তফসিল এখন পর্যন্ত চারবার পরিবর্তিত হয়েছে এবং পাঁচটি তফসিল ঘোষণা করা হয়েছিল। সর্বশেষ পঞ্চম তফসিল গত ১২ জানুয়ারি ঘোষণা করা হয়, যাতে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। কিন্তু পুনরায় স্থগিত ঘোষণার ফলে ওই তারিখেও ভোট অনুষ্ঠিত হবে না।

নির্বাচন স্থগিত ঘোষণা করায় শিক্ষার্থী সংগঠনগুলোর মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন প্রক্রিয়ার পুনরায় সূচি জানানো পর্যন্ত প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে অবস্থান রাখবে।

শিক্ষা শীর্ষ সংবাদ