বিএনপি–জমিয়ত প্রার্থী জুনায়েদ আল হাবিব রোহিঙ্গা অভিযোগের উড়ান দিলেন

বিএনপি–জমিয়ত প্রার্থী জুনায়েদ আল হাবিব রোহিঙ্গা অভিযোগের উড়ান দিলেন

রাজনীতি ডেস্ক

বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব রোহিঙ্গা হওয়ার যে অভিযোগ চলছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “মুজে মুসাফির না সমঝো। আমি রোহিঙ্গা নই। তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা হয়তো আমাকে চেনেন না, সেই সুযোগে একটি মহল আমাকে রোহিঙ্গা বলে অপপ্রচার চালাচ্ছে। আমি মুনাফিক নই, আমি রোহিঙ্গাও নই।”

মাওলানা জুনায়েদ আল হাবিব তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের প্রতি সম্মান জ্ঞাপন করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”

তিনি আগামী নির্বাচনে দলীয় ঐক্য ও প্রস্তুতির গুরুত্বের ওপর জোর দেন। তার মতে, “আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রমে মাঠে নামতে হবে। প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।”

জানুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিত ভোটকে কেন্দ্র করে তিনি বলেন, “আসন্ন নির্বাচন ঐক্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে। ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে সামনে আরো জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”

মাওলানা জুনায়েদ আল হাবিব জোট-সমর্থিত প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “সরাইলে খেজুর গাছ মার্কাই ধানের শীষ।”

দোয়া মাহফিলে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক সঞ্চালনা করেন এবং ফারুক সর্দার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার, সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

এ সময় প্রার্থী ও স্থানীয় দলীয় নেতারা ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

রাজনীতি শীর্ষ সংবাদ