নিজস্ব প্রতিবেদক;
একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে বিকাল সোয়া ৪টায়।
এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণসহ বিল ও বিষয়ে সিদ্ধান্ত হবে।
গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। ৬০ দিনের মধ্যে সংসদ অধিবেশনে থাকার সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার বেসরকারি দিবস হওয়ায় কোনো বিল উঠবে না বা পাস হবে না। তবে দু’টি বিলের বিষয়ে সংসদীয় কমিটির সভাপতিরা রিপোর্ট উত্থাপন করতে পারেন বলে জানা গেছে। বৈঠকে সিদ্ধান্ত প্রস্তাব হিসেবে ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত রাখা, নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠা, কোল্ড স্টোরেজ, লঞ্চ ঘাট নির্মাণ বিষয় উত্থাপিত ও নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। অধিবেশনের শুরুতে সভাপতিন্ডলীর সদস্য মনোনয়ন ও শোক প্রস্তাব গ্রহণ করা হবে।