গলাচিপা-দশমিনার উন্নয়নের জন্য সুযোগ দিন : নুরুল হক নুর

গলাচিপা-দশমিনার উন্নয়নের জন্য সুযোগ দিন : নুরুল হক নুর

রাজনীতি ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় শনিবার (১৭ জানুয়ারি) রাতে গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণের আয়োজন করা খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর ভোটারদের সতর্ক করেন। তিনি বলেন, ভোটের সময় কেউ টাকার বিনিময়ে নিজের অধিকার বিক্রি করবেন না এবং নির্বাচনে দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করতে সচেতন থাকুন।

নুর বলেন, “ট্রাক মার্কার প্রার্থী আপনাদের সন্তান। তাকে জাতীয় স্বার্থ, অধিকার রক্ষা এবং গলাচিপা-দশমিনার উন্নয়নে কাজ করার সুযোগ দিন।”

শোকসভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “নুর ভাই পটুয়াখালী-৩ আসনে নির্বাচিত হলে ভবিষ্যতে সংসদ সদস্য ও মন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকবে। তাই নির্বাচনের আগেই তাকে এলাকার মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে।”

সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জমশের আলী ঝন্টু সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আরিফ ভুঁইয়া, মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান সজিব প্রমুখ।

শোকসভায় স্থানীয় জনগণ অংশ নিয়ে খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন।

রাজনীতি শীর্ষ সংবাদ