বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক অভিন্নতা রয়েছে, তাই পর্যটকদের গন্তব্যের অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে এ অঞ্চলকে গড়ে তুলতে নিরবচ্ছিন্ন প্রচারাভিযান চালাতে হবে। এ জন্য বৈদেশিক নীতি, ভিসা প্রক্রিয়া যেমন পর্যটকবান্ধব হতে হবে তেমনি স্বল্প খরচে, স্বাচ্ছন্দ্যে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হবে। বিশ্ব অর্থনীতিতে পর্যটনের গুরুত্ব বিবেচনায় এখনই সময় এ উদ্যোগ গ্রহণের।
তিনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ, ভারতে, ভুটান, নেপাল, শ্রীলংকা ও মিয়ানমার সমন্বয়ে গঠিত পর্যটন সংস্থা ‘ডব অংরধ’ এর কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, এ অঞ্চলের মানুষ অভিন্ন আবেগ, অনুভূতিকে ধারণ করে, রাজনৈতিক সীমানা এ আবেগকে আটকাতে পারে না। সারা বিশ্ব এখন এক ও অখ-, তাই এ অঞ্চলের দেশগুলোকে যে কোন সফল উদ্যোগ বাস্তবায়নে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ, জার্নপ্লাসের তৌফিক রহমান, উই এশিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি সত্য প্রদ দেব প্রমুখ।