দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে অভিন্ন পর্যটন প্ল্যাটফর্ম গড়তে হবে — বিমান ও পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক অভিন্নতা রয়েছে, তাই পর্যটকদের গন্তব্যের অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে এ অঞ্চলকে গড়ে তুলতে নিরবচ্ছিন্ন প্রচারাভিযান চালাতে হবে। এ জন্য বৈদেশিক নীতি, ভিসা প্রক্রিয়া যেমন পর্যটকবান্ধব হতে হবে তেমনি স্বল্প খরচে, স্বাচ্ছন্দ্যে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হবে। বিশ্ব অর্থনীতিতে পর্যটনের গুরুত্ব বিবেচনায় এখনই সময় এ উদ্যোগ গ্রহণের।

তিনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ, ভারতে, ভুটান, নেপাল, শ্রীলংকা ও মিয়ানমার সমন্বয়ে গঠিত পর্যটন সংস্থা ‘ডব অংরধ’ এর কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, এ অঞ্চলের মানুষ অভিন্ন আবেগ, অনুভূতিকে ধারণ করে, রাজনৈতিক সীমানা এ আবেগকে আটকাতে পারে না। সারা বিশ্ব এখন এক ও অখ-, তাই এ অঞ্চলের দেশগুলোকে যে কোন সফল উদ্যোগ বাস্তবায়নে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ, জার্নপ্লাসের তৌফিক রহমান, উই এশিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি সত্য প্রদ দেব প্রমুখ।

জাতীয়