বিশেষ প্রতিবেদক
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের অগ্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ ৯০ তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালের৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। আজ ভোরে বিএনপির সব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। বেলা ১১ টায় স্থায়ী কমিটির সদস্য সহ সব পর্যায়ের নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে পুষ্প স্তবক স্থাপনের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন। বেলা 11 টায় কাকরাইল ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে যেখানে দলের শীর্ষ পর্যায়ের নেতারা ও বরেণ্য ব্যক্তিরা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও তার মূল্যবান বাণী দিয়েছেন। 25 শে মার্চের ঘোর অমানিশায় বর্বর হানাদার বাহিনী যখন জাতিগত নির্ধারণের উল্লাসে মেতেছিল তখন তিনি অকুতবায় হয়ে জীবনের বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করার পিছনে তার ঘোষণা অনবদ্য ভূমিকা রাখে। এই ভোগ বিলাস পরিত্যাগকারী মানুষ টি ক্ষমতায় এসে খাল খনন করে গ্রাম গ্রামান্তরে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। গার্মেন্টস শিল্পকে পৃষ্ঠপোষকতা করে হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করার সাথে সাথে বৈদেশিক আয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছিল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করে জনশক্তি রপ্তানির এক বিরাট সম্ভবনার দার তিনি উন্মুক্ত করেন। তারই ফলশ্রুতিতে প্রবাসী আয়ে দেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হয়। সার্কের ও তিনি প্রতিষ্ঠাতা। তার দেশ প্রেম সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে।


