সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় অটল থেকে দেশসেবায় আত্মনিয়োগে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি আজ রাজধানীর প্রেস ইনস্টিটিউটে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা দেন। এসোসিয়েশনের বিদায়ী সভাপতি ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাডারের সাবেক কর্মকর্তা কাজী রোজী এমপি ও তথ্য সচিব মরতুজা আহমদ।
তথ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় দেশ ও সংবিধানের প্রতি আনুগত্যের পাশাপাশি রাজাকার, যুদ্ধাপরাধী, জঙ্গি ও তাদের দোসরদের বর্জন করার আহ্বান জানিয়ে বলেন, দেশের শত্রুদের চিনতে হবে এবং তাদের থেকে দূরে থাকার কোন বিকল্প নেই।
বর্তমান যুগকে ‘তথ্য যুগ’ বলে অভিহিত করে তথ্য সচিব মরতুজা আহমদ বলেন, তথ্যই শক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার মাধ্যমে স্বচ্ছ, প্রাজ্ঞ ও প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে তুলছেন। তথ্য ক্যাডারের কর্মকর্তাদের ব্যাপক ভূমিকা এ কাজকে ত্বরান্বিত করবে।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, নতুন মহাসচিব ফায়জুল হক, বিদায়ী মহাসচিব স ম গোলাম কিবরিয়া। ১৯ সদস্যের নতুন পরিষদে অন্যান্যের মধ্যে মোহাম্মদ ইসতাক হোসেন ও মো. আকতার হোসেন সহসভাপতি, মো. জসীম উদ্দিন ও মুন্সী জালাল উদ্দিন যুগ্মমহাসচিব ও প্রণব কুমার ভট্টাচার্য কোষাধ্যক্ষের দায়িত্বলাভ করেন।
মন্ত্রী হাসানুল হক ইনু এবং সচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে নতুন পরিষদ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন ও ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।