লিঙ্গ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘বৈশ্বিক লিঙ্গ সমতা সূচক-২০২০’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫০ তম।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিশ্বের একমাত্র দেশ, যেখানে বিগত ৫০ বছরে শীর্ষস্থানে পুরুষদের তুলনায় নারীরা দীর্ঘকালীন মেয়াদে রয়েছেন। নিঃসন্দেহে বলা যায়, রাজনৈতিক ক্ষমতায়নে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, এরপরেও মন্ত্রিপরিষদে মাত্র আট শতাংশ নারী প্রতিনিধি রয়েছে আর সংসদে রয়েছে ২০ শতাংশ।

সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে নেপাল, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একেবারে তলানিতে রয়েছে পাকিস্তান, দেশটির অবস্থান ১৫১ তে।

সূচকের সবচেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে আইসল্যান্ড। এরপরেই রয়েছে যথাক্রমে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নিকারাগুয়া।

সূচকের একেবারে শেষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন।

Others জাতীয় শীর্ষ সংবাদ