মেয়র সাঈদ খোকনের এপিএসকে দুদকে তলব

অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের এপিএস শেখ কুদ্দুসকে তলব করেছে দুদক।

ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের এপিএস শেখ কুদ্দুসকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় দুদক।

মঙ্গলবার দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা চিঠিতে ২১ জানুয়ারি তাকে হাজির হতে বলা হয়েছে।

ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে শত শত কোটি টাকা ঘুষ নিয়ে তাদের বড় বড় ঠিকাদারি কাজ দিয়ে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাঈদ খোকনের এপিএসের বিরুদ্ধে।

গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালীকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ২০টি মামলা দায়ের করে দুদক।

দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করেছেন। অপর সদস্যরা হলেন- উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, সালাহউদ্দিন আহমেদ, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

অর্থ বাণিজ্য জাতীয় শীর্ষ সংবাদ