ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে লাখো মুসল্লির সমাগম

টঙ্গী প্রতিনিধি

 

;

টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে লাখো মুসল্লির সমাগম। বাংলাদেশ ছাড়াও রয়েছেন বিভিন্ন দেশের মুসল্লি। এই লাখো মুসল্লি আজ শুক্রবার ইজতেমার ময়দানে অংশ নিলেন জুমার নামাজে। দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। ময়দানের সব জায়গায় ছিল মুসল্লির ভিড়।

এর আগে আজ ভোর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে যেতে থাকেন। জুমার নামাজের সময় যত ঘনিয়ে আসে, বাড়তে থাকে মুসল্লির ভিড়।
এর আগে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমবয়ান করেন দিল্লির মুরব্বি মুফতি ওসমান। বাংলায় তর্জমা করেন মুফতি আবদুল্লা মুনছারী।

ইজতেমায় আগত মুসল্লিরা ফজরের পর থেকেই তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন। ইজতেমা শেষে তারা তাবলিগের দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেয়ার জন্য জামাত নিয়ে বেরিয়ে পড়বেন। এ লক্ষ্যে ইজতেমা থেকে বিভিন্ন মেয়াদে জামাত গঠন করা হবে।

জাতীয় শীর্ষ সংবাদ