অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ১৭৭ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশের যুবারা।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি ভারত। বাংলাদেশ বোলারদের তোপে ৪৭ দশমিক ২ ওভারেই অলআউট হয় ভারত।
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা ভারতের বাঁ-হাতি ওপেনার যশবী জয়সওয়াল সর্বোচ্চ ৮৮ রান করেন। তার ১২১ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা ছিলো। তিলক ভারমা ৩৮ ও ধ্রুব জুরেল ২২ রান করেন। এছাড়া দলের কেউই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের পেসার অভিষেক দাস ৪০ রানে ৩ উইকেট নেন। এ ছাড়া শরিফুল ইসলাম-তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট নেন। ১টি উইকেট রকিবুল হাসান ।
বাংলাদেশ একাদশ : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, অভিষেক দাস, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।