চিরিরবন্দরে ইট ভাটার কালো ধোঁয়ায়১০ হাজার কলাগাছ বিনষ্ট

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরচিরিরবন্দর উপজলোর সাতনালা ইউনিয়নেরঘন্টাঘর বাজারএলাকার ইটভাটার কালো ধোঁয়ায় প্রায় ১০ হাজার কলাগাছসহ ১০ একর জমির বোরো ধান ভুট্টা, ফলদবৃক্ষ বিনষ্ট হয়েগেছে। কলাগাছ,বোরো ধান, ভুট্টাপুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতি পুরোনেরদাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ।
প্রত্যক্ষ্যদর্শী কৃষক তমিছ উদ্দিন,মোজাম্মেল,মফিজউদ্দিন,জিয়ারুল হকসহ আরো অনেকে জানায়,গত বৃহস্পতিবার ইটভাটার ধোঁয়ায় ছেয়ে যায় আশে পাশের এলাকা। ধোঁয়ার কারনে কলা বাগানের এমন ক্ষতি হবে প্রথমে আমরা বুঝতে পারিনি।কিন্তু পরে বুঝতে পারি গত দুদিন ধরে দেখি কলাগাছের পাতা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তারা আরো জানান, কলা গাছ গুলোর বয়স হয়েছিলো ৯ মাস। আর তিন মাস পরেই কলা বাজার জাত করার উপযোগী হত।কিন্তু এখন গাছ ধীরে ধীরে শুকিয়ে যাওয়ায় তা আর সম্ভব হচ্ছে না। কলাগাছ গুলো ভালো থাকলে ১০ হাজার কলা গাছে প্রায় ৩০ লক্ষ টাকার কলা হত।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই এলাকার তমিজ উদ্দিন ১৫০ শতাংশ, মোজামেল হক ৫০ শতাংশ, কেরামত আলীর ১০০ শতাংশ, মফিজ উদ্দিন ৫০ শতাংশ, রশিদুল ইসলামের ২০ শতাংশ, জিয়ারুল হকের ১৫০ শতাংশ,জিকুরুর হক ৩০ শতাংশ,রিয়াজুল ইসলাম ৭৫ শতাংশ,মকবুল ৩০ শতাংশ,সাদ্দাম হক ৭৫ শতাংশ,বুলু রহমান ৫০ শতাংশ,যফুর ৩০ শতাংশ,হাবলু ১৫ শতাংশ,আব্দুল কাফি ৩০ শতাংশ,মকলেস ৫০ শতাংশ রাজ্জাক ৬০ শতাংশ,মহীমালি ৪৫ শতাংশ,এন্তাজুল ৪৫ শতাংশ,ফজলা ৪৫ শতাংশ,হানিফা ২০ শতাংশ,হালিম ২০ শতাংশ,খোকা ৫০ শতাংশ,কাবলী ২০ শতাংশ,আফজাল ৫০ শতাংশ,জসীম ৫০ শতাংশ জমি মিলে প্রায় ১০ হাজার কলাগাছ সহ ১০ একর জমির বোরো ধান,ভুট্টা সহ বেশ কিছু ফলদ বৃক্ষ গাছ বিনষ্ট হয়ে গেছে।
চাষাবাদকৃত কলাগাছের এমন ক্ষতি হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়ে। ভুক্তভোগী মোজাম্মেল হক বলেন, ইটভাটার কালো ধোঁয়ায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি পুড়ে যাওয়া ফসলের ক্ষতি পূরণসহ জনবসতিপূর্ণ এলাকা থেকে ইটভাটা বন্ধের দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান বলেন, আমরা ক্ষতিগস্ত মাঠ পরিদর্শন করেছি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে কলা বাগানে ভাটার ধোঁয়ার কারনেব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী কথা হলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ