সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি,

 

 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী তালুকদার বাজার এলাকায় আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলবাড়ি গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী শাপলা খাতুন (২৭)। নিহত ব্যক্তিদের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস সামনের একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী ও বাসের দুই যাত্রী মারা যান। আহত যাত্রীদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) শাহীনুর কবির প্রথম আলোকে বলেন, নিহত যাত্রীদের মধ্যে শাপলা খাতুনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত শাপলা গাইবান্ধা থেকে তাঁর ভাই আবদুল মমিনের সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় মমিনের একটি পা কেটে গেছে। তাঁকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) মনজিল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শীর্ষ সংবাদ সারাদেশ