মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
সন্ত্রাস ও জঙ্গীবাদকে না বলুন,সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুর চিরিরবন্দরে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে গত ৯ মে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা বঙ্গবন্ধু হলে মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রসাশক মীর খাররুল আলম। উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় উপস্থিত অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, আওয়ামীলীগ সভাপতি আইয়ুবুর রহমান শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা আওয়ামীগ ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ। পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের নব-নির্মিত হেল্প ডেক্স উদ্বোধন করেন।