সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ফারুক চৌধুরীর মৃত্যুতে দেশ একজন কৃতি সন্তানকে হারালো। দেশের পররাষ্ট্র নীতি ও বৈদেশিক সম্পর্ক নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতি দীর্ঘদিন তাঁর শূন্যতা অনুভব করবে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ফারুক চৌধুরী আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি———-রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।