হংকংয়ে শ নাক্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে, পরিস্থিতি ‘সঙ্কটজনক’

হংকংয়ে

রবিবার একশ’র বেশি নতুন রোগী শনাক্ত হবার পর হংকংয়ের নেতা ক্যারি ল্যাম বলছেন সেখানে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। “আমার ধারণা পরিস্থিতি আসলেই সঙ্কটজনক,” তিনি বলেছেন।

তিনি বলেন, সোমবার থেকে সরকারি কর্মচারী যারা জরুরি সেবার সাথে জড়িত নন, তারা বাসা থেকে কাজ করবেন। শহরে সরকারি কর্মচারীর সংখ্যা এক লাখ ৮০ হাজারের বেশি।

বিনোদন পার্ক, ব্যায়ামাগার বা জিম এবং অন্যান্য জন সমাগম স্থলগুলো আরও এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হবে।
হংকংয়ে দু হাজারের বেশি কোভিড শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১২জন।-বিবিসি বাংলা

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ