করোনায় মৃত্যুঝুঁকি এড়াতে কম খাওয়ার আহ্বান যুক্তরাজ্যের মন্ত্রীর

করোনায় মৃত্যুঝুঁকি এড়াতে ব্রিটিশ লোকদের কম খাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী হেলেন ওয়াটেলি। সোমবার এক বার্তায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতিরিক্ত খাবার খেলে স্থূলতা বাড়ে। এতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকিও বেড়ে যায়।

হেলেন ওয়াটেলি আরও বলেন, যাদের বডি মাস ইনডেক্স ৪০ এর ওপরে তাদের কোভিডে -১৯ এ আক্রান্ত হয়ে মারা যাবার ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়।

উল্লেখ্য, কোনো ব্যক্তির ওজন এবং উচ্চতার অনুপাতে সাধারণত বডি মাস ইনডেক্স পরিমাপ করা হয়।

বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত ওজনের সমস্যা থাকলে তাদের মৃত্যুঝুঁকি বাড়তে পারে।

যুক্তরাজ্যের হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ১৭ হাজার কোভিড-১৯ রোগীকে নিয়ে করা এক গবেষণায় গেছে, অপেক্ষাকৃত কম ওজনের ব্যক্তিদের তুলনায় অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের অর্থাৎ যাদের বডি মাস ইনডেক্স ৩০ এর ওপর – তাদের মৃত্যুর ঝুঁকি ৩৩ শতাংশ বেড়ে যায়।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ইলেকট্রনিক রেকর্ডের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ওজনের সমস্যা থাকা ব্যক্তিদের কোভিড-১৯ এ মারা যাওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। আর ওই রোগীর যদি ডায়াবেটিস বা হৃদরোগের মত সমস্যা থাকে তাহলে এই ঝুঁকি আরো বৃদ্ধি পেতে পারে।

এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৪২৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪৫ হাজার ৭৫২ জন। সূত্র : এনডিটিভি, বিবিসি

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ