নাইজারে বন্দুকধারীর হামলা, ফরাসীসহ নিহত ৮

নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় জন ফরাসী সহায়তা কর্মী রয়েছেন।

নাইজারের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ বন্দুকধারীরা মোটরসাইকেলে করে একটি উন্মুক্ত ওয়াইল্ডলাইফ পার্কে হামলা চালায়।

তিলাবেরি প্রদেশের গভর্নর বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আট জন নিহত হয়েছেন, এদের মধ্যে দুই জন নাইজেরিয়ান, একজন চালক ও আরেক জন গাইড। এছাড়া বাকি ছয় জন ফরাসি।
মুজিব বর্ষ
ঢাকা | সোমবার, ১০ আগস্ট ২০২০ | ২৬ শ্রাবণ ১৪২৭ |
৩২ °সে
হোম
বিশ্ব সংবাদ
নাইজারে বন্দুকধারীর হামলা, ফরাসীসহ নিহত ৮
অনলাইন ডেস্ক০৯:০৩, ১০ আগস্ট, ২০২০ | পাঠের সময় : ০.৬ মিনিট
facebook sharing buttontwitter sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttonsharethis sharing button
নাইজারে বন্দুকধারীর হামলা, ফরাসীসহ নিহত ৮
বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। ছবি সংগৃহীত
নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় জন ফরাসী সহায়তা কর্মী রয়েছেন।

Ad by Valueimpression
নাইজারের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ বন্দুকধারীরা মোটরসাইকেলে করে একটি উন্মুক্ত ওয়াইল্ডলাইফ পার্কে হামলা চালায়।

তিলাবেরি প্রদেশের গভর্নর বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আট জন নিহত হয়েছেন, এদের মধ্যে দুই জন নাইজেরিয়ান, একজন চালক ও আরেক জন গাইড। এছাড়া বাকি ছয় জন ফরাসি।

এদিকে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে তাদের নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তাদের কতজন নাগরিক নিহত হয়েছে তা উল্লেখ করেনি।

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসোফু কাতাম্বে রয়টার্সকে বলেন, নিহত ছয় ফরাসী নাগরিক ‘অ্যাক্টেড’ নামে ফ্রান্সের এনজিও’র কর্মী। আল জাজিরা, এনডিটিভি

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ