মোঃ নুরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ উদীয়মান শিশু নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় “শিশু অধিকার অধিবেশন -২০১৭” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সারাদিনব্যাপি খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুম কক্ষে অনুষ্ঠিত অধিবেশনের স্পিকার মোঃ রকিবুল ইসলাম রকির সভাপতিত্বে অধিবেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজমল হক, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দিনাজপুর ইউনিটের ম্যানেজার আঃ মান্নান, এসইউপিকের মোজাফ্ফর হোসেন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, ভাবকি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, এসআই জিয়াউল হক ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অধিবেশনের সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এসইউপিকের সহযোগিতায় সাংবাদিক, ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, শিক্ষক, প্ল্যান ও এসইউপিকের বিভিন্ন অধিবেশনে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যগণ স্পিকার রকিবুল ইসলাম রকির নিকট তথ্য ও প্রযুক্তির অব্যবহার রোধে আইনের যথাযথ প্রয়োগ, পর্ণ সাইট বন্ধ করণ, ইভটিজিং প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ, বিদ্যালয় সমূহে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করণ এবং এসএমসি কমিটির সক্রিয় ভূমিকা পালনের বিষয় তুলে ধরেন।