‘সীমান্তের প্রহসন’

‘সীমান্তের প্রহসন’
সাদমান সজীব

সীমান্ত কি গণতন্ত্রের
অচেনা এক মুক্তি?
নাকি মুক্তির আড়ালে তা
অশুভ সব চুক্তি?

ভীরু পায়ে পার হয়েও
হলো না শেষ রক্ষা,
চেষ্টা আপ্রাণ করেও সে
পেলো না প্রাণ ভিক্ষা!

কাঁটাতারে ঝুলছিলো লাশ
নিথর দেহখানি,
মানবতার অবক্ষয়ে
অসহায় ফেলানী!

কি এমন দোষ ছিলো তার
এমন মৃত্যু হলো,
সবাইকে কাঁদিয়ে সে
চিরবিদায় নিলো!

ফেলানী তোমার হয় নি মৃত্যু
হয়েছে বাংলাদেশের,
ভুলবো না এই দুঃখ আমরা
জন্ম জন্মান্তরের!

সীমান্ত তোমায় প্রশ্ন আমার
কোনটি সবার আগে,
সীমান্ত নাকি মানবতা
প্রাধান্য কী পাবে?

সীমান্ত আমায় বলছে যেনো
সীমান্ত সবার আগে,
মানবতা কি জানে না সে
স্বার্থ প্রাধান্য পাবে।

আমি বলি তাইতো তোমার
দ্বন্দ্ব চীনের সাথে,
দ্বন্দ্ব তোমার আরও আছে
পাকিস্তানের সাথে।

ভবিষ্যতে দ্বন্দ্ব হবে
আরও অনেকের সাথে,
তাই বলি যে দ্বন্দ্ব ছাড়ো
মানবতায় হাত রেখে।

আসতে যদি না চাও তুমি
মানবতার এই পথে,
ধ্বংস হবে ভারতবর্ষ
ফেলানীর অভিশাপে!

Others জাতীয় শীর্ষ সংবাদ