‘গণপূর্তের’ নিয়োগে তিন ভুয়া সচিবের থাবা খপ্পরে পড়ে নিঃস্ব তিন শতাধিক চাকরিপ্রত্যাশী * একেকটি পদের জন্য নেওয়া হয় ৫ থেকে ১২ লাখ টাকা * সরকারি অফিসে বসে ইন্টারভিউ নিয়ে ধরিয়ে দেওয়া হয় ভুয়া নিয়োগপত্র
আলমগীর হোসেন, রেজাউল হক ও হুমায়ূন কবির। তারা ভিন্ন ভিন্ন জেলার বাসিন্দা। তবে এক জায়গায় তারা অভিন্ন, সবাই ‘সচিব’। কেউ অতিরিক্ত, কেউ যুগ্ম, কেউ আবার সহকারী সচিব। এসব পদ নিজেদের তৈরি। তারা আসলে প্রতারক। এই…