বিল গেটসের সঙ্গে আলাপচারিতা শিক্ষায় যেভাবে পরিবর্তন আনতে পারে এআই অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম খান একাডেমির প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের নাগরিক সালমান খান। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে পড়াশোনার ধরন বদলে দিতে পারে, তা নিয়ে তিনি আলাপচারিতায় অংশ নেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে। ‘আনকনফিউজ মি উইথ বিল গেটস’ শিরোনামের ওই অনুষ্ঠানে প্রচারিত আলাপচারিতাটি ১০ আগস্ট গেটসনোটসে প্রকাশ করা হয়। প্রথম আলোর পাঠকদের জন্য তা সংক্ষেপে প্রকাশ করা হলো।
বিল গেটস: আপনি এআই কীভাবে প্রথম ব্যবহার করেছেন? আমি যদি ভুল না করি, মাত্র আপনি খান একাডেমির কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষক ‘খানমিগো’ সামনে এনেছেন। সালমান খান: আপনি ঠিকই বলেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইর…