ভোটে চরম অনীহা ভোটারদের দ্বিতীয় ধাপে ভোটের হার ৩৭.৫৭ শতাংশ ♦ ইভিএমে ৩২.১৭ ও ব্যালটে পড়েছে ৩৮.৪৭ শতাংশ ♦ সর্বোচ্চ হার খাগড়াছড়ির পানছড়িতে ৭৪.৯৫ শতাংশ ♦ সর্বনিম্ন রাজশাহীর বাগমারায় ১৭.৯৮ শতাংশ ♦ তেমন প্রতিদ্বন্দ্বিতা হয়নি ৪৩ উপজেলায়, পাঁচটিতে হাড্ডাহাড্ডি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট বউলের পাড়া গ্রামের জাহানারা বেগম বিশ্বাস করতে চাইছিলেন না মঙ্গলবার পলাশবাড়ী উপজেলার ভোট গ্রহণ। তিনি বলেন, এ উপজেলায় ভোট হচ্ছে। কিন্তু কোনো প্রার্থী ভোট চাইতেও আসেননি। এলাকায় কোথাও ভোটের আমেজও নেই।…






