ধনী হতে চাইলে যেসব সূত্র আপনাকে মানতেই হবে ধনী ব্যক্তিরা কি সব সময় দামি গাড়িতে চড়েন, দামি পোশাক পরেন, ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন? সব সময় তা না–ও হতে পারে। একাধিক ধনাঢ্য ব্যক্তির সঙ্গে কথা বলার পর আবিষ্কার করা যাচ্ছে চমকপ্রদ কিছু বৈশিষ্ট্য।
ধনবান মানুষ সবাই মিতব্যয়ী। তাঁরা প্রতি রাতে বাইরে, হোটেল-রেস্তোরাঁয় খেতে যান না। কাউকে উপহার দেওয়ার সময় সবচেয়ে দামি উপহারটা কেনেন না। তাঁরা টাকাপয়সা অপচয় করেন না। তাঁরা সঞ্চয় করেন। ছোটবেলা থেকেই তাঁদের মধ্যে সঞ্চয়ের অভ্যাসটা…