‘ই-অরেঞ্জ’র গ্রাহকদের বিক্ষোভ ও অবরোধ, যা বললেন মাশরাফি

‘ই-অরেঞ্জ’র গ্রাহকদের বিক্ষোভ ও অবরোধ, যা বললেন মাশরাফি

ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’ প্রায় ২০০ কোটি টাকার অর্ডার নেয়ার পর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না গ্রাহকরা। নিদিষ্ট সময়ে পেরিয়ে গেলেও পণ্যের ডেলিভারি পাননি হাজারো ক্রেতা। এমন অভিযোগ নিয়ে সোমবার(১৬ আগস্ট) বিকেলে ই-অরেঞ্জ অনলাইন শপের ক্রেতারা গুলশান-১ এর কার্যালয়ের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করার পর মাশরাফী বিন মর্তুজার সঙ্গে দেখা করেন।

ফয়সাল খান নামের ভুক্তভোগি বলেন, সরকারের ই-কমার্স নীতিমালা প্রকাশের পর আমরা বিশ্বাস করে ভাউচার কিনেছি। সেখানে মাশরাফি বিন মর্তুজার আছে সেখানে বিশ্বাস করেই বিনিয়োগ করেছি। আমরা তো ই অরেঞ্জকে চিনি না, আমরা চিনি মাশরাফিকে। এখন আমরা এত গুলো টাকা বিনিয়োগ করে কোন ভাবেই তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা এখন সবাই মিলে মাশরাফি ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছি। মাশরাফি ভাই আশ্বাস দিয়েছেন বিষয়টি সমাধান করে দিবেন যত টাকাই হোক। আমরা মাশরাফি ভাইকে বিশ্বাস করি, আশা করি সমাধান করবেন উনি।বিস্তারিত

অর্থ বাণিজ্য তথ্য প্রুযুক্তি