রতন বালোরেলকে আধুনিক, যুগোপযোগী ও উন্নত গণপরিবহন হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ সাল হতে চলতি বছর পর্যন্ত ৮৯টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৭৯টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৩৮টি প্রকল্পের মধ্যে ৩৫টি বিনিয়োগ প্রকল্প এবং ৩টি কারিগরি সহায়তা প্রকল্পের বিপরীতে ১২ হাজার ২৩৮ কোটি টাকা (জিওবি:৩ হাজার ৪২৪ কোটি ৩২ লাখ ও পিএ:৮ হাজার ৮১৪ কোটি ৬৮ লাখ টাকা) ব্যয় ধরা হয়েছে। বর্তমানে ৪৩টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় যুক্ত হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে মুন্সিগঞ্জ, মাদারিপুর, শরিয়তপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান, কক্সবাজার, নড়াউল, মানিকগঞ্জ, পিরোজপুর, বাগেরহাটসহ ১৬টি জেলাকে রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আনতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশের কোন জেলা রেলওয়ের নেটওয়ার্কের বাইরে থাকবে না। পর্যায়ক্রমে দেশের সকল জেলা এই নেটওয়ার্কের আওতায় আনা হবে। বিস্তারিত