ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’। প্রায় ২০০ কোটি টাকার অর্ডার নেয়ার পর এখন প্রায় লাপাত্তা। মালিকানাও পরিবর্তন করার পর নতুন মালিকের সাথেও যোগাযোগ করতে পারছেন না গ্রাহকরা। নিদিষ্ট সময়ে পেরিয়ে গেলেও পণ্যের ডেলিভারি পাননি হাজারো ক্রেতা।
যার ফলে বাধ্য হয়েই ‘ই-অরেঞ্জ’র গুলশান-১ এর বন্ধ কার্যালয়ের সামনে বিক্ষোভ পালন ও রাস্তা অবরোধ করে গ্রাহকরা। যেহেতু ই-অরেঞ্জ ই-কর্মাস সাইটের সাথে ব্র্যান্ড এম্বাসিডর হিসেবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা রয়েছেন। তাই গ্রাহকরা বাধ্য হয়ে তার সাথে দেখা করেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও জানান গ্রাহকরা।
সোমবার(১৬ আগস্ট) বিকেলে ই-অরেঞ্জ অনলাইন শপের ক্রেতারা গুলশান-১ এর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষ রাস্তা অবরোধ করেন তারা। কার্যালয়ের সামনে ও রাস্তা অবরোধে ভুক্তভোগীরা দাবি করেন, মাশরাফী বিন মর্তুজার কথা শুনে প্রতিষ্ঠানটি থেকে পণ্য কেনার জন্য টাকা দিয়েছেন তারা। কিন্তু এখন ই-অরেঞ্জ তাদের পণ্য ডেলিভারি অথবা অর্থ ফেরত দিচ্ছে না। বারবার তাদের সময় দিয়ে ঘুরাচ্ছেন কিন্ত গতকাল থেকে তাদের সাথে যোগাযোগই করতে পারছেন না তারা।বিস্তারিত