স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই গণপরিবহনে ঠাসাঠাসি করে নেয়া হচ্ছে যাত্রী; মাস্ক পরছে না চালক হেলপার

স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই গণপরিবহনে ঠাসাঠাসি করে নেয়া হচ্ছে যাত্রী; মাস্ক পরছে না চালক হেলপার

  • আমিনুল ইসলামস্বাস্থ্যবিধির তোয়াক্কা করা হচ্ছে না গণপরিবহনে। শুধু রাজধানী ঢাকায় চলাচলরত সিটি সার্ভিসেই নয়, দূরপাল্লার বাসগুলোতেও মানা হচ্ছে না বিধিনিষেধ। কোনো কোনো ক্ষেত্রে যাত্রীদের মধ্যেও দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। কঠোর লকডাউন শিথিল করে স্বাস্থ্যবিধি পালনসহ কয়েক শর্তে বাস চলাচলের অনুমতি দেয় সরকার। বাসে চড়ার আগে যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দেয়ার কথা থাকলেও কোনো বাসেই স্যানিটাইজার দেখা যায়নি। যাত্রী নেমে যাওয়ার পর আসনগুলোতে জীবাণুনাশক ছিটানোর কথা থাকলেও সেটিও করা হচ্ছে না। এমনকি চালক, হেলপার ও সুপারভাইজারদেরও মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছে না। এ দিকে রাজধানীতে চলাচলরত বাসে দাঁড়িয়ে যাত্রী নেয়া নিষেধ থাকলেও প্রতিনিয়ত ঠাসাঠাসি করে যাত্রী তোলা হচ্ছে। গতকাল মঙ্গলবার নিয়ে দুই দিন রাজধানীসহ দূরপাল্লার কয়েকটি বাসে উঠে এমন চিত্র দেখা গেছে।বিস্তারিত
Others