টিকটক তারকা বানানোর কথা বলে কিশোরীকে ‘ধর্ষণ’

টিকটক তারকা বানানোর কথা বলে কিশোরীকে ‘ধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে বন্ধুত্বের পর কিশোরীকে টিকটক তারকা বানানোর প্রলোভন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার দুইজন হলেন, দিনার ও তার সহযোগী মেহেদী হাসান মাহি। গত বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও ও বনানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় তার ভাই গত সোমবার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই অভিযোগের ছায়াতদন্ত শুরু করে ডিবি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরীকে এক স্থান থেকে অন্য জায়গায় নেওয়ার সময় খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ওই এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। মাহির তথ্যের ভিত্তিতে বনানীতে অভিযান চালিয়ে দিনারকে গ্রেপ্তার করা হয়।

তাদের দুইজনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা কিশোরীদের নিশানা করে ফেসবুকে বন্ধুত্ব করেন। পরে টিকটক তারকা বানানোর প্রলোভন দিয়ে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করেন। এরপর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অপরাধ