নিজস্ব প্রতিবেদক
এই নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। আগামীকাল শনিবারও আকাশ মেঘলা থাকতে পারে। ফলে হালকা শীতের প্রভাব কিছুটা কমে এসেছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী রোববার থেকে আকাশ পরিস্কার হতে শুরু করবে। এতে শীতের অনুভূতি আবার ফিরতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, শনিবারও দেশের বেশির ভাগ স্থানের আকাশে মেঘ থাকতে পারে। ফলে রাতে তাপমাত্রা বাড়তে পারে। তবে কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা। আগামী দুই–এক দিনের মধ্যে দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। ১৫ নভেম্বর থেকে শীতের অনুভূতি বাড়তে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘মেঘ থাকায় তাপমাত্রা বাড়তে পারে। মেঘ কেটে গেলে তাপমাত্রা আবারও কিছুটা কমতে পারে।’
এদিকে আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর আকাশজুড়ে হালকা মেঘ ছিল। ভোরে ও সন্ধ্যার পর অনেক স্থানে কুয়াশা ও মেঘ মিলে ধোঁয়াশা তৈরি হয়। তবে এতে তাপমাত্রা কমেনি, বরং কিছুটা বেড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।