রাউজানে ১৪ ইউপির সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত!

রাউজানে ১৪ ইউপির সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত!

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার ইউপি নির্বাচনে ১৪ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী সদস্য (মহিলা) পদের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই উপজেলায় ২৮ নভেম্বর নির্বাচন হচ্ছে না।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ও নির্বাচনের সকল পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তারা।
রাউজানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের ১৪ ইউপি চেয়ারম্যান ও ১২৬ জন পুরুষ ও ৪২টি সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের সকলে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। বৃহস্পতিবার প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
এর আগে ৪ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। বৃহস্পতিবার কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যানসহ ১৮২টি পদের সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দেশের ইতিহাসে এই প্রথম কোনো উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে সকল প্রার্থীই একক মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়ে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হওয়ার রেকর্ড গড়লেন।
নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান পদে হলদিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাশি, বিনাজুরী ইউনিয়নে রবীন্দ্রলাল চৌধুরী, রাউজান সদর ইউনিয়নে বিএম. জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউনিয়নে নিজাম উদ্দিন চৌধুরী, পাহাড়তলী ইউনিয়নে মো. রোকন উদ্দিন, পূর্ব গুজরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়নে লায়ন সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া, বাগোয়ান ইউনিয়নে ভূপেষ বড়ুয়া, নোয়াজিষপুর ইউনিয়নে এম. সরোয়ার্দী সিকদার।
তাদের মধ্যে কদলপুর, নোয়াপাড়া ও বিনাজুরী ছাড়া সকলে বিগত সময়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে পুরুষ ও নারী সদস্য পদে ১৮২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সকল প্রার্থী। তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা উদয় অরুন ত্রিপুরা বলেন, রাউজানে ১৪ ইউপি চেয়ারম্যানসহ সকলে একক প্রার্থী হিসেবে যাচাইবাছাইয়ে টিকে যায়। পরে এদের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন  বৃহস্পতিবার ৫টা পর্যন্ত প্রত্যাহার না করায় সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হলেন।
সারাদেশ