পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে কোথাও কোথাও থেমে থেমে, আবার কোথাও কোথাও ধীরগতিতে যানবাহন চলছে।
কালিয়াকৈরে চন্দ্রা ও গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় আজ মঙ্গলবার ভোর থেকে ঘরমুখী মানুষের চাপ শুরু হয়। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি।
কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার একটি ওষুধ তৈরির কারখানায় চাকরি করেন সিরাগঞ্জের উল্লাপাড়া উপজেলার নলসন্ধ্যা গ্রামের আনোয়ার হোসেন। সড়কে যানজটের আশঙ্কায় মঙ্গলবার সকাল আটটার দিকে স্ত্রী ও সন্তান নিয়ে চন্দ্রা ত্রিমোড় থেকে বাসে ওঠেন।
তিনি প্রথম আলোকে বলেন, ‘যানজটের আশঙ্কায় সকালে রওনা হয়েছি। কোথাও যানজট পাইনি। সকাল আটটায় বাসে উঠে এক ঘণ্টার মধ্যে টাঙ্গাইলের এলেঙ্গায় পৌঁছেছি। এলেঙ্গা পার হওয়ার পর থেকে শুরু হয় যানজট। এলেঙ্গা থেকে সোয়া এক ঘণ্টায় যমুনা সেতুর পূর্ব পাশের টোল প্লাজায় পৌঁছাই। এখানে যানবাহনের ধীরগতিতে যাত্রীরা দুর্ভোগে আছি।’বিস্তারিত