তদন্ত হবে আড়ি পাতার রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়

তদন্ত হবে আড়ি পাতার রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়

আওয়ামী সরকারের আমলে ফোনে আড়ি পাতার তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কোথা থেকে কত টাকায় এসব যন্ত্র কেনা হয়েছে, কীভাবে ব্যবহার করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখবে গঠিত কমিটি। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কমিটি বিদেশি বিশেষজ্ঞদেরও মতামত নিতে পারবে। সংশ্লিষ্টরা জানান, নজরদারি কেবল কল রেকর্ডেই সীমাবদ্ধ ছিল না; গড়ে তোলা হয়েছিল যেকোনো ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কাঠামো।

তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমান সরকারের আমলেই এ নিয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রাজনৈতিক সরকার এসব ব্যবস্থা ধরে রাখতে চায়। তাই নতুন সরকার আসার আগেই আড়ি পাতা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, অনেক আগেই বিষয়টি নিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া উচিত ছিল। মানবাধিকার ও ব্যক্তিনিরাপত্তা ক্ষুণ্ন করা হয়েছে। কারা কিনেছে, কত টাকা ব্যয় হয়েছে, ভেন্ডর কারা ছিল- এসব তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করা উচিত। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) বিলুপ্ত করা প্রয়োজন।বিস্তারিত

জাতীয় শীর্ষ সংবাদ