মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশেই পরিবহনটির মালিকের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশেই পরিবহনটির মালিকের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

 

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশেই পরিবহনটির মালিকের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মালিক আলী হাসান পলাশ তালুকদার ও ড্রাইভার মামুন গুরুতর আহত করে। এসময় পুরো টিকিট কাউন্টারটি ভাঙচুর করা হয়েছে।

বুধবার রাত সোয়া ১১টার দিকে ৬০ থেকে ৭০ জনের দুর্বৃত্তদের দল এ হামলা চালায়। তবে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম দাবি করেন, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

মাজেদুল হক নাদিম বলেন, ‘পলাশ ভাইকে আক্রম করে গাড়ি ভাঙচুর করে। বাসার গেটেও হামলা করেছে। তবে ভেতরে টুকতে পারেনি। পলাশ ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীরে অসংখ্য কোপ লেগেছে।’

তবে হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

রমনা মডেল থানা সূত্র জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

এদিকে ঘটনাস্থলে যাওয়া রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নাহিদ ফোনে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০ থেকে ৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাথারি মারধর করেছে। কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে। ধারাল অস্ত্রের কোপে দু’জন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরো অনেকে আহত হয়েছে। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, আহতরা সিরাজুল ইসলাম মেডিক্যালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এঘটনায় মামলা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ