গাজীপুরে ২ ঘণ্টা অবরুদ্ধ র‍্যাব সদস্যরা, উদ্ধার করল সেনাবাহিনী

গাজীপুরে ২ ঘণ্টা অবরুদ্ধ র‍্যাব সদস্যরা, উদ্ধার করল সেনাবাহিনী

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার পর স্থানীয় জনতার রোষানলে পড়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১) একটি দল। দুই ঘণ্টারও বেশি সময় তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ হস্তক্ষেপে র‍্যাব সদস্যদের উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় কমপক্ষে ১০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের সদস্যরা বরামা চৌরাস্তা মোড়ে মোশারফ হোসেন নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা তৈরির কারখানায় অভিযান চালায়। অভিযানে অস্ত্র উদ্ধারের দাবি করে তাকে আটক করা হয়। কিন্তু স্থানীয়রা এই ঘটনাকে ‘নাটক’ বলে দাবি করেন এবং র‍্যাবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগ তোলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোশারফের আত্মীয় ও স্থানীয় ব্যবসায়ীরা একত্রিত হয়ে চারপাশের রাস্তা অবরোধ করে র‍্যাব সদস্যদের আটক করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মোশারফ হোসেনকে র‍্যাবের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে সহস্রাধিক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘র‍্যাবের অভিযানের সময় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশও ঘটনাস্থলে আসে, কিন্তু তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।’

অবশেষে রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে জনতা ছত্রভঙ্গ হয় এবং র‍্যাব সদস্যরা মুক্ত হন।

আরেক বাসিন্দা জসিম উদ্দিন জানান, রাত আটটার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পুলিশ অভিযান চালিয়ে অবরোধে জড়িত সন্দেহে ১০-১২ জনকে আটক করে।

 

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী ড. মো. যাবের সাদেক বলেন,‘র‍্যাবের সঙ্গে স্থানীয়দের কিছু সমস্যা হয়েছিল। পরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

বাংলাদেশ শীর্ষ সংবাদ সারাদেশ