রুহুল আমিন রাসেল
প্রধানমন্ত্রীর অনুশাসনের আলোকে আগামী ১৭ অক্টোবর থেকে সারা দেশের ৪৬ হাজার ১০০ শিল্প-কারখানা পরিদর্শনে নামছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা। সংস্থাটি বলছে, এই পরিদর্শনে কারখানাগুলোর সমস্যাসমূ হ জানা হবে এবং তা সমাধানে সরকারের কাছে সুপারিশ তুলে ধরা হবে। এ নিয়ে টেনশনে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা। তবে ব্যবসায়ী নেতারা বলছেন ভয়ের কিছু নেই। প্রয়োজনে কারখানার চিহ্নিত সমস্যা সমাধানে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেবে সরকার।
বিডার তথ্যমতে- ৬৮ ধরনের শিল্প খাতকে অন্তর্ভুক্ত করে, দুর্ঘটনা ও ঝুঁকি বিবেচনায় ৩২টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি খাতের সমন্বিত পরিদর্শন কার্যক্রমের আওতায় আনা হবে মোট ৪৬ হাজার ১০০টি কারখানাকে। তবে প্রথম তিন মাসে ৫ হাজার কারখানার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। পর্যবেক্ষণে যাওয়ার তিন দিন আগে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হবে।বিস্তারিত